শুধু খেলোয়াড় হিসেবে নন, মানুষ হিসেবেও যে তিনি অনেক বড়-লিওনেল মেসি সেটা প্রমাণ করলেন আরেকবার। সম্প্রতি মানহানির এক মামলায় জেতার পর ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত অর্থের পুরোটাই সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর।
Advertisement
মেসি এই মামলাটা জিতেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা র্যাজন’-এর বিপক্ষে। এই সংবাদপত্রের প্রতিবেদক আলফোনসো ইউসিয়া গত বছর এক প্রতিবেদনে মেসির বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ তুলেছিলেন। বার্সেলোনা সুপারস্টার এমন সংবাদের প্রতিবাদে মানহানি মামলা ঠুকে দেন।
সেই মামলারই রায় এসেছে সম্প্রতি। ডোপিংয়ের কোনো প্রমাণ না মেলায় মানহানি মামলায় ক্ষতিপূরণ বাবদ নগদ ৭০ হাজার ইউরো পেয়েছেন মেসি। গত বছর মামলা করার সময় তিনি জানিয়েছিলেন, মামলা জিতলে তার পুরো টাকাটা কোনো দাতব্য সংস্থায় দিয়ে দেবেন।
কথার বরখেলাপ করেননি মেসি। প্রতিশ্রুতি অনুযায়ী মামলা থেকে জেতা পুরো অর্থই আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’-এর তহবিলে দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এই অর্থ ব্যবহার হবে যুদ্ধবিধ্বস্ত এবং উন্নয়নশীল দেশগুলোতে রোগাক্রান্ত শিশুদের চিকিৎসায়।
Advertisement
এমএমআর/আইআই