ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর কলাবাগানের জনপ্রিয় মিষ্টির দোকান বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, শনিবার দিনব্যাপি অভিযানে এই জরিমানা করা হয়।তিনি জাগো নিউজকে বলেন, পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। আইনে পণ্যের ওপর এমআরপি উল্লেখ করা বাধ্যতামূলক বলে জানান তিনি।একই অভিযানে ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে সংস্থাটি। এদের মধ্যে অস্বাস্থ্যকর উপায়ে ইফতার সামগ্রী তৈরির অপরাধে মিরপুরের নিউ ক্যাফে ধানসিঁড়িকে ২৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে স্টার মেডিকেলকে ১৫ হাজার ও সুপার শপ প্রিন্স বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং সহকারী পরিচালক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।এআর/বিএ/এমএস
Advertisement