হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন করেছে ডগ স্কোয়াড। চোরাকারবারি, চোরাচালান, বিস্ফোরক সহজে শনাক্ত করতে এ উদ্যোগ নিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার সকালে ইংল্যান্ড থেকে আনা হয়েছে ৮টি ডগ। ইতোমধ্যে সেগুলো পৌঁছে গেছে বিমানবন্দরে। আর্মড পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধ দমন ও সনাক্ত করাই ডগ স্কোয়াড গঠনের মূল লক্ষ্য।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি তারিক আহমেদ আস সাদিক জাগো নিউজকে বলেন, স্বাগতম নতুন অতিথি শেম, করি, ডিজেল, ডাই, বেক্স, বো, ফিন ও রক। বিমানবন্দরের নিরাপত্তায় ও অতিথিদের সেবায় আমরা আছি ২৪ ঘণ্টা।
তিনি বলেন, বিমানবন্দর কেন্দ্রিক নাশকতা, বিস্ফোরক ও মাদক চোরাচালান শনাক্তে যোগ হচ্ছে ডগ স্কোয়াড। গন্ধ পেয়েই বিস্ফোরক ও মাদকের চোরাচালান ধরে ফেলবে ডগ স্কোয়াড। ডগ স্কোয়াডের প্রত্যেকটিই প্রশিক্ষিত। ডগ পরিচালনায় আর্মড পুলিশ সদস্যদের ট্রেইনআপ করা হচ্ছে। খুব শিগগিরর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ডগ স্কোয়াডের কার্যক্রম।
Advertisement
জেইউ/এএইচ/জেআইএম