প্রবাস

উৎপলের সন্ধানে প্যারিসে সাংবাদিকদের প্রতিবাদ সভা

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের সন্ধান চেয়ে প্রতিবাদ সভা করেছে ফ্রান্সের সাংবাদিকদের সংগঠন প্যারিস বাংলা প্রেস ক্লাব। বুধবার প্যারিসের ক্যাথসিমার সোনার বাংলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

Advertisement

সংগঠনের সভাপতি এনায়েত সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি ফেরদৌস করিম আকঞ্জি, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, দফতর সম্পাদক আবুল কালাম মামুন, প্রচার সম্পাদক রেজাউল করিম, হাসান আহমদ, মোস্তফা মিয়া।

সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট্রকেই উৎপল দাসের সন্ধান দিতে হবে। এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান। তারা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমআরএম/আইআই

Advertisement