জাতীয়

এখনো জমে ওঠেনি ঈদের বাজার

একদিকে বৈরি আবহাওয়া আর অন্যদিকে মাসের শেষ দুয়ে মিলে জমতে দিচ্ছেনা ঈদের বাজার। তীর্থের কাক হয়ে বসে থাকতে দেখা গেছে শপিং মহলের ব্যবসায়ীদের। তবে তারা আশাবাদি আবহাওয়ার বৈরিতা কাটলে রমজানের মাঝামাঝি সময়ে দোকানপাটে ক্রেতাদের ঢল নামবে।প্রতিবছর রমজানের শুরু থেকেই রাজধানীর মার্কেট আর শপিংমলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভীড় থাকলেও এবছরের চিত্রটা একটু অন্যরকম। অন্যবছরের তুলনায় এখনো  আশানুরূপ ক্রেতা সমাগম ঘটেনি নগরীর কোন বিপণি বিতানেই। এতে অনেকটা হতাশ ব্যবসায়ীরা।এদিকে সাধারণ মানুষ বলছেন অন্যকথা। এখনো নতুন মাসের বেতন ও ঈদ বোনাস না পাওয়ার কারণে তারা কেনাকাটাকরতে পারছেন না। তাছাড়া কয়েকদিনের টানা বৃষ্টির কারণে একদম জরুরি কাজ না হলে কেউ ঘর থেকে বেরয়নি। কাজেই ঈদের শপিং অনেকটা দূরহ কাজ।ব্যবসায়ীরা বলছেন, এবছর ঈদের বাজারে দেশি বিদেশি বিভিন্ন টিভি সিরিয়ালে দেখা পোশাকের চাহিদা রয়েছে। এ লক্ষ্য নিয়েই পর্যাপ্ত আমদানি করেছেন তারা। এখন শুধু অপেক্ষার পালা। ঈদ যত এগিয়ে আসবে তাদের বেচাকেনা তত জমজমাট হবে এমনটাই আশা ব্যবসায়ীদের।এসকেডি/এমআরআই

Advertisement