রাজধানীর ঢাকা অদূরে সাভারে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী উদ্দ্যেগ নেয়ার দাতিতে মানববন্ধন ও পৌর মেয়রকে স্বারকলিপি দিয়েছে পৌরএলাকার বাসিন্দারা। রোববার দুপুরে পৌরসভা চত্তরে এ কর্মসুচি পালন করে তারা। এ সময় অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত ড্রেনেজ নির্মানের দাবি জানান তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় এক যুগ ধরে সাভার পৌরসভার মজিদপুর, ব্যাংক কলোনী, রেডিও কলোনী, তালবাগ ও ছায়াবীথিসহ বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সারাবছর জলাবদ্ধতায় ভূগতে হয়। কিন্তু বছরের পর বছর জলাবদ্ধ অবস্থায় থাকলেও নিরসনে কোন উদ্যোগ নেয়নি সাভার পৌরসভা কর্তৃপক্ষ।মানববন্ধন শেষে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আয়নাল হক জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য স্বারকলিপি প্রদান করেন মানববদ্ধনকারীরা।আল-মামুন/আরএস/এমএস
Advertisement