করিগরি ত্রুটির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ভর্তি ও ক্লাস শুরুর সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১ জুলাই এবং ২ জুলাই নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক এ কথা জানান। তিনি জানান, প্রোগ্রামে যে সমস্যা ছিল তা কাটিয়ে উঠা গেছে। এখনো কিছু সমস্যা আছে, সেটা কাটিয়ে আজই তালিকা প্রকাশ করা যাবে বলে আশা করছি।তিনি বলেন, ৩০ জুন একাদশ শ্রেণিতে ভর্তি ও পহেলা জুলাই ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছিল। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশে বিলম্বের কারণে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করতে হয়। এসকেডি/এমএস
Advertisement