ঘরের মাঠে টটেনহাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র, পুঁচকে জিরোনার সঙ্গে হেরে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার থেকে আট পয়েন্টে পিছিয়ে থাকার পর ওয়েম্বলিতে এসে টটেনহামের বিপক্ষে ৩-১ গোলে হার; জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ এতটা খারাপ সময় কাটায়নি কখনই। তবে এত কিছুর পরও মন ভাঙছেন না জিদান। রিয়াল কোচ বরং বলছেন, তার দল মোটেই সংকটে নেই।
Advertisement
ঘরের মাঠে হটস্পারের বিপক্ষে হারের পর ওয়েম্বলিতে প্রতিশোধ মন্ত্র জপে মাঠে নেমেছিল রিয়াল। প্রতিশোধ তো হলোই না, উল্টো নিজেদের মাঠে পেয়ে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দিল স্পাররা।
এমন দুঃসময় কি রিয়ালের কখনও গেছে? দলটির ফরাসি কোচ জিনেদিন তো এটাকে দুঃসময় মানতেই নারাজ। উল্টো তিনি বলছেন, 'আমরা সংকটে নেই। আমরা হেরেছি এটাতে কিছু মনে হচ্ছে না। বরং আমার কাছে মনে হয়েছে, গোলমুখে আমরা যে মানসিকতা নিয়ে এগোই, সেটার অভাব দেখা যাচ্ছে।'
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ডেলে আলীর জোড়া গোলের সঙ্গে ক্রিশ্চিয়ান এরিকসনের এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়েই ছিল টটেনহাম হটস্পার। শেষদিকে এসে একটি গোল করে শুধু পরাজয়ের ব্যবধানটা কমিয়েছেন পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।
Advertisement
জিদান মনে করছেন, এই ম্যাচে ভালোমত সুযোগই তৈরি করতে পারেনি তার শিষ্যরা। তবে হতাশ হলেও ঘুরে দাঁড়ানোর আশা তার, 'যখন আপনি দুটি সুযোগ পাবেন, দুটি গোল করা উচিত। তবে আজ (বুধবার) আমরা সুযোগ তৈরি করতে পারিনি, গোলও করতে পারিনি। আমি নিশ্চিত, আমরা ঘুরে দাঁড়াব। আজ হারলেও সামনে লম্বা মৌসুম আছে।'
এই ম্যাচে হারের জন্য দলকে যতটা দুষছেন, তার চেয়ে বেশি প্রতিপক্ষের পারফম্যান্সের প্রশংসা করলেন জিদান। তার মতে, ওয়েম্বলিতে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে স্পাররা। রিয়াল কোচ বলেন, 'একই সঙ্গে আমরা সবাই পারফর্ম করতে পারছি না, তাই এমন হচ্ছে। আমরা টানা দুই ম্যাচ হেরেছি। তাই মনটা ভালো নেই। তবে তিন চারদিন বিশ্রাম পাবে দল। তারপর ফুটবল চলবে। সব কথার বড় কথা, আমরা আজ (বুধবার) একটি ভালো দলের কাছে হেরেছি।'
রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী রোববার, লা লিগায় লাস পালমাসের বিপক্ষে।
এমএমআর/আইআই
Advertisement