আন্তর্জাতিক

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ফিরলেন নওয়াজ

দেশ ত্যাগের এক মাসেরও কম সময়ের মধ্যে ইসলামাবাদে ফিরেছেন ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে দুর্নীতির অভিযোগে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ন্যাবের দায়েরকৃত দুর্নীতির মামলার শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার লন্ডন থেকে পাকিস্তানে পৌঁছেন তিনি।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে নওয়াজ শরীফকে বহনকারী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পিকে-৭৮৬ ইসলামাবাদের বেনজির ভূট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় বিমানবন্দরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও সমর্থকরা তাকে স্বাগত জানান।

অবতরণের কিছুক্ষণ পর পাঞ্জাবে তার বাড়ির উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওয়ানা হন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। শুক্রবার ন্যাবের আদালতে শুনানিতে অংশ নেবেন তিনি।

Advertisement

এসআইএস/জেআইএম