দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের আশা টিকিয়ে রাখল লিভারপুল। ঘরের মাঠে মারিবোরকে ৩-০ গোলে হারিয়েছে ক্লপের শিষ্যরা।
Advertisement
নিজেদের মাঠ অ্যানফিল্ডের ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ চালাতে থাকে লিভারপুল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি।
বিরতি থেকে ফিরে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ৪৯তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্স্যান্ডার আরনল্ডের বাড়ানো ক্রসে পা ছুঁইয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান মিলনার। তবে স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন এই তারকা।
ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। মিলনারের বাড়ানো বলে জোড়াল শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমরে কান। ৯০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ড্যানিয়েল স্টারিজ। আলবের্তো মোরেনোর ক্রস ডি বক্সের ভেতর থেকে সহজেই জালে পৌঁছে দেন ইংলিশ এই ফরোয়ার্ড। এ জয়ে লিভারপুল ৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অলরেডরা। স্পার্তাক মস্কোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
Advertisement
এদিকে ‘এফ’ গ্রুপে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে ম্যানচেস্টার সিটি। একই গ্রুপের আরেক ম্যাচে ফেইনুর্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা শাখতার দোনেৎস্ক ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। নাপোলির পয়েন্ট ৩।
এমআর/পিআর