খেলাধুলা

বার্নালির বিপক্ষে আগুয়েরোর রেকর্ডের ম্যাচে সিটির জয়

বার্নালির বিপক্ষের ম্যাচে গোল করে এরিক ব্রুকের সঙ্গে জায়গা করে নিয়েছিলেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। এবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে গোল করে ছারিয়ে গেলেন এরিক ব্রুককে। সর্বোচ্চ গোলদাতার জায়গাটা নিজের করে নিলেন আর্জেন্টাইন এই তারকা। আর তার রেকর্ডের ম্যাচে ইতালির ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে পেপ গার্দিওলার দল।

Advertisement

নাপোলির মাঠে শুরুটা ভালো হয়নি সিটির। ফলে ম্যাচের ২১ মিনিটে লিড পায় স্বাগতিকরা। ড্রিস মের্টেন্সকে বল বাড়িয়ে দ্রুত ডি বক্সের ভেতর ঢুকে পড়েন বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা লরেন্সো ইনসিনিয়ে। ফিরতি পাস পেয়ে নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ইতালির এই ফরোয়ার্ড।

তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সিটি। ৩৪ মিনিটে ডান দিক থেকে গুনদোগানের বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। বিরতি থেকে ফিরেই লিড পায় সিটি। ম্যাচের ৪৮ মিনিটে বাঁ দিক থেকে লেরয় সানের নেওয়া কর্নারে জন স্টোনসের হেডে বল ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন পেরোয়।

তবে খুব বেশিক্ষণ আনন্দ ধরে রাখতে পারেনি ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৬২ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরায় জর্জিনহো। ম্যাচের ৬৯ মিনিটে সিটিকে ফের এগিয়ে নেন আগুয়েরো। সানের বাড়ানো বলে ডান পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন আগুয়েরো। যোগ করা সময়ে স্কোরলাইন ৪-২ করেন রাহিম স্টার্লিং।

Advertisement

এ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করে গার্দিওলার দল। গ্রুপের অপর ম্যাচে ফেইনুর্ডকে ৩-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাখতার দোনেৎস্ক।

এদিকে ‘ই’ গ্রুপে নিজেদের মাঠে মারিবোরকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে। একই গ্রুপের অন্য ম্যাচে স্পার্তাক মস্কোকে ২-১ গোলে হারিয়ে স্পেনের ক্লাব সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এমআর/পিআর

Advertisement