টানা ছয় কার্যদিবস দরপতনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। এর আগে গত ১৮ জুলাই থেকে টানা ছয় কার্যদিবস দরপতন হচ্ছে শেয়ারবাজারে। লেনদেন শুরুর পর বেড়েছে সব ধরণের সূচক ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৮২ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩২ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে, কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা। এসআই/এএইচ/এমএস
Advertisement