অর্থনীতি

বিদেশি ঋণ নিবে সামিট অ্যালায়েন্স পোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লি. তিন কোটি ৫০ লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ অর্থের বৈদিশিক ঋণ নিবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ঋণের অর্থ সামিট অ্যালায়েন্সের রিভার টার্মিনাল প্রজেক্ট বাস্তবায়নে খরচ করবে। নেদারল্যান্ডের একটি ঋণদান সংস্থা থেকে এ ঋণ সহায়তা নিবে সামিট অ্যালায়েন্স। বাংলাদেশি টাকায় ঋণের পরিমাণ দাঁড়ায় ২৭৩ কোটি সাত লাখ টাকা। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এজন্য প্রতি বছর লাইবরের সঙ্গে আরও অতিরিক্ত চার দশমিক ২৫ শতাংশ সুদ দিতে হবে।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এসআই/এএইচ/এমএস

Advertisement