আন্তর্জাতিক

ঘণ্টায় দেড় হাজার কিলোমিটারের বেশি গাড়িটির গতি

শব্দের গতিবেগ ঘণ্টায় এক হাজার দুইশ ৩৪ কিলোমিটার। তার থেকেও প্রায় ৩৫০ কিলোমিটার বেশি গতিবেগে ছুটবে ব্লাডহাউন্ড। সাড়ে সাত টন ওজন গাড়িটির।

Advertisement

ইউরো ফাইটার জেট বিমানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ব্লাডহাউন্ডে। যুক্তরাজ্যের কর্নওয়াল নিউকোয়ে বিমানবন্দরের রানওয়েতে গত সোমবার ব্লাডহাউন্ড প্রথমবার পরীক্ষামূলকভাবে চালানো হয়। ঘণ্টায় চারশ দুই কিলোমিটার বেগে সেখানেই ছুটেছে গাড়িটি।

গাড়িটির ভিতরের নকশা অনেকটাই বিমানের ককপিটের মতো। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার হ্যাক্সকিন শহরে ব্লাডহাউন্ড পরীক্ষামূলকভাবে আরেকবার চালানো হবে।

সেখানে ঘণ্টায় এক হাজার ছয়শ কিলোমিটার গতিবেগে গাড়িটি চালানো হবে বলে জানানো হয়েছে। সেদিন এ গাড়ির গতি বিশ্ব রেকর্ড গড়বে বলেও জানা গেছে। আনন্দবাজার।

Advertisement

কেএ/জেআইএম