খেলাধুলা

নেইমার চক্রান্তের শিকার : স্কোলারি

কিছুদিন ধরে আশঙ্কাটা প্রকাশ করছিলেন লুইস ফেলিপে স্কোলারি। আক্রমণের লক্ষ্য করা হচ্ছে তাঁর দলের প্রধান অস্ত্র নেইমারকে। সেই আশঙ্কাটা অক্ষরে অক্ষরে ফলে গেল বলে মনে করছেন ব্রাজিলের কোচ ৷ স্কোলারি বলেছেন, ‘ তিন ম্যাচ ধরে আমি একই কথা বলছি। আক্রমণের শিকার হচ্ছে নেইমার। কিন্তু অন্য দেশগুলো বলছিল, এটা সত্যি নয়।’মাঝ মাঠে নেইমারের কাছ থেকে বলের দখল নিতে লাফিয়ে উঠেছিলেন  জুনিগা। কলাম্বিয়ার এই ডিফেন্ডারের হাঁটুর আঘাতে ৮৮ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় নেইমারকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে পিঠের হাড় ভেঙে গেছে ব্রাজিলের সুপারস্টারের ৷ সেইসঙ্গে বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন নেইমার ৷তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্কোলারি। এই আঘাতের পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন  ব্রাজিলিয়ান কোচ। চিলির বিপক্ষের ম্যাচে বেশ কয়েকবার ফাউলের শিকার হন নেইমার। হ্যামস্ট্রিংয়ে চোট পান, ঊরু ফুলে যায়। হাঁটুর ব্যথা তো ছিলই। নেইমারের শরীরের বিভিন্ন জায়গায় ছিল চিলিয়ানদের ‘মারধরের’ চিহ্ন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। সেই সংশয় দূর করে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ফল হলো উল্টো। বিশ্বকাপটাই শেষ হয়ে গেল ব্রাজিলীয় ফরোয়ার্ডের। দলের প্রাণভোমরার অভাবটা পূরণ করা যে মোটেও সহজ হবে না, অভিজ্ঞ স্কোলারি সেটা খুব ভালোভাবেই জানেন। তাই চক্রান্তের তোপ দেগেছেন এবার ৷ যদিও ফিফা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Advertisement