আগামী ৩ জুলাই থেকে ঢাকা থেকে আন্তঃজেলা বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুক্রবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েসনের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সংগঠনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জানান, সিদ্ধান্ত অনুযায়ী ১৫ রমজান (৩ জুলাই) থেকে সকল আন্তঃজেলা বাসের অগ্রিম টিকিট একযোগে বিক্রি শুরু হবে।সংগঠনটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। এবারো গত বছরের ভাড়াই নেওয়া হবে। এছাড়া সভায় অ্যাসোসিয়েসনের পক্ষ থেকে টিকিট বিক্রি, টার্মিনাল এলাকায় যানজট নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয় তদারকির জন্য একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।সালাহউদ্দিন আহমেদ আরো জানান, ৩ জুলাই থেকে গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে অগ্রিম টিকিট পাওয়া যাবে।বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা রুটে সাধারণত অগ্রিম টিকিট দেওয়া হয় না। তবে উত্তরবঙ্গ ও সিলেটের কিছু বাসে অগ্রিম টিকিট দেওয়া হবে ১৫ রমজানের পর থেকে।বিএ/আরআই
Advertisement