খেলাধুলা

হোল্ডার-ডোরিচ বাঁচালেন ওয়েস্ট ইন্ডিজকে

সিকান্দার রাজার ঘুর্ণিতে একটা সময় বড় বিপদেই পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গড়া ৩২৬ রানের সংগ্রহের কাছাকাছি যাওয়াও কঠিন হয়ে পড়েছিল সফরকারিদের।

Advertisement

শেষ পর্যন্ত দলকে উদ্ধার করলেন শেন ডোরিচ আর জেসন হোল্ডার। তাদের জোড়া ফিফটিতে ভর করে টেস্টের তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৭৪ রান তুলেছে ক্যারিবিয়রা। প্রথম ইনিংসে তাদের লিড ৪৮ রানের।

পার্টটাইম অফস্পিনে একাই ক্যারিবীয় দলের ৫ উইকেট তুলে নেন সিকান্দার রাজা। জিম্বাবুইয়ান এ অলরাউন্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে একটা সময় রীতিমত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৩০ রানে তারা খুইয়ে বসেছিল ৭ উইকেট। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সংগ্রহ ছুঁতে তখনও ৮৬ রান দরকার হোল্ডারের দলের। হাতে শেষ ৩টি উইকেট।

এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক হোল্ডার আর শেন ডোরিচ। অষ্টম উইকেট জুটিতে তারা এখনও অবিচ্ছিন্ন আছেন ১৪৪ রানে। ১৩২ বল মোকাবেলায় ৬ চার আর ১ ছক্কায় ৭১ রানে অপরাজিত হোল্ডার। অপরপ্রান্তে থাকা ডোরিচ আছেন ৭৫ রান নিয়ে। ১৫৩ বলের ইনিংসে এখন পর্যন্ত ৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন এ ব্যাটসম্যান।

Advertisement

এ যুগল হাল ধরার আগে ৯০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন ওপেনার কাইরন পাওয়েল। ২৩০ বলের ধৈর্য্যশীল ইনিংটিতে কেবল ৭টি চার হাঁকান তিনি।

জিম্বাবুয়ের পক্ষে ৮২ রানে ৫টি উইকেট নেন সিকান্দার রাজা। একটি করে উইকেট ক্রিস্টোফার এমপুফু আর গ্রায়েম ক্রেমার।

এমএমআর/আইআই

Advertisement