দেশজুড়ে

সমবায় সমিতির উপর ধার্যকৃত আয়কর প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

বাজেটে সমবায় সমিতির উপর ১৫% আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা কো-অপারেটিভ শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কুমুদ রঞ্জন পাল, সম্পাদক ফাহমিদা সুলতানা, ডিরেক্টর অনুকুল চন্দ্র সরকার, শাহনাজ ইয়াসমিন ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের গাইবান্ধা জেলা ব্যবস্থাপক অরুণ কুমার প্রমুখ।বক্তারা ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে সমবায় সমিতির আয়ের উপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর বাতিল করে সমবায় খাতকে সম্পূর্ণভাবে আয়কর মুক্ত রাখার দাবি জানান। তারা উল্লে­খ করেন, দেশের কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালীকরণসহ আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র সমবায়ের মাধ্যমে পুঁজিগঠন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং প্রবৃদ্ধি অর্জনে সমবায় সমিতিগুলো যে ভূমিকা রাখছে এই আয়কর ধার্য করা হলে তা বাধাগ্রস্ত হবে এবং এই খাতে বিপর্যয় নেমে আসবে।মানববন্ধনে সমবায় ক্রেডিট ইউনিয়ন লীগ ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করে।অমিত দাশ/এসএস/আরআই

Advertisement