লিবিয়ার পূর্বাঞ্চলের শহর দেরনায় বিমান হামলায় অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালের একজন কর্মকর্তা আনাদলু নিউজ অ্যাজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
Advertisement
দেরনার আল হুরাইশ স্টেট হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সোমবার থেকে রাজ্যে চিকিৎসার জন্য জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের বাঁচাতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।
তবে এ হামলার পেছনে কোনো দেশ বা গোষ্ঠীর হাত রয়েছে, তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।২০১৫ সালে লিবিয়াতে অন্তত চারটি বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
গত বছরের জুলাইয়ে ফ্রান্সের সেনাবাহিনীর বিমান ভূপাতিত করার ঘটনায় তিনজন সেনা নিহত হয়েছিল। সশস্ত্র গোষ্ঠী বেনগাজি ডিফেন্স ব্রিগেডস (বিডিবি) এর সদস্যরা সেনাদের ওই বিমান ভূপাতিত করার দাবি করেছিল।
Advertisement
সূত্র : আল জাজিরা
কেএ/এমএস