আন্তর্জাতিক

সু চির ডাক

জাতীয় পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে দেশের সব মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সু চি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করা সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য জাতীয় যুদ্ধবিরতি চুক্তিতে (এনসিএ) অংশ নেয়ার দরজা সব সময় খোলা রয়েছে। দেশটির রাজধানী নেইপিদোতে ইউনিয়ন শান্তি সংলাপ যৌথ কমিটির (ইউপিডিজেসি) ১২তম বৈঠকে সু চি এসব কথা বলেন।

মিয়ানমারের এই নেত্রী বলেন, স্বাক্ষর করা থেকে বিরত থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তার সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি ২০১৮ সালের মধ্যে ফেডারেল ইউনিয়নের মৌলিক নীতিমালার অধীনে কাজ শেষ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

দেশটির বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী নভেম্বরে শান্তি চুক্তিতে অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Advertisement

সূত্র : আইএএনএস।

এসআইএস/আরআইপি