ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে হাসপাতালের বহির্বিভাগের প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। সকালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এসে গেটে তালা মারা দেখতে পান।
Advertisement
গত রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে ডক্তারকে মারধরের প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমইউ/এআরএস/জেআইএম
Advertisement