ফুটবলের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোকে ব্যবহার করে ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিচ্ছে আইএস (ইসলামিক স্টেট)। সেই ধারাবাহিকতায় মেসি-নেইমারের পর সন্ত্রাসী জঙ্গি সংগঠনটি বেছে নিয়েছে রোনালদোকে। পাঁচবারের বর্ষসেরা এই তারকার ছবিসহ পোস্টার ছড়িয়ে আসন্ন বিশ্বকাপে হামলা চালানোর হুমকিও দিয়েছে জঙ্গি সংগঠনটি।
Advertisement
আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন রোনালদোর এই ছবি প্রকাশ করেছে। তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। ছবিতে দেখা গেছে, রোনালদোর বাঁ-চোখ থেকে রক্ত ঝরছে আর ধারালো অস্ত্র ধরে এক সন্ত্রাসী দাঁড়িয়ে আছে। আর পাশে লেখা ‘যা বলি আমরা তা করেই দেখাই.. একটু অপেক্ষা করো.. আমরাও করছি..।’
কিছুদিন আগে এক চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়ায় ইসলামিক স্টেট (আইএস)। আর পাশে লেখা থাকে জাস্ট টেররিজম।
শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, ভয়াবহ আরও ছবি ছড়িয়েছে সংগঠনটি। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যে কোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি। কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তলসহ ছবি।
Advertisement
এতেও সন্তুষ্ট হয়নি সংগঠনটি। হুমকিটা যেন হেসে কেউ উড়িয়ে না দেয়, সে জন্য আরও লিখে দিয়েছে, ‘তোমরা এমন এক দলের সঙ্গে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’
এরপর ব্রাজিলিয়ান তারকা নেইমারের ছবি প্রকাশ করে জঙ্গি সংগঠনটি। ছবিতে দেখা গেছে, মেসিকে হত্যার পর নেইমারের গলায় ধারালো অস্ত্র ধরে রাখা হয়েছে। আর পাশে লেখা ‘আমরা যতদিন আছি, তত দিন নিরাপদে থাকতে দিব না।’
ফুটবলের প্রতি আইএসের বিতৃষ্ণা নতুন কিছু নয়। চলতি বছর বরুসিয়া ডর্টমুন্ডের বাসে বোমা হামলা হয়েছে। গত বছর ইরাকের রিয়াল মাদ্রিদ সমর্থকদের ক্লাবে হামলা চালিয়েছিল আইএস। এবার সন্ত্রাসী জঙ্গি সংগঠনের লক্ষ্য আসন্ন রাশিয়া বিশ্বকাপ।
এমআর/জেআইএম
Advertisement