উত্তরার সোনারগাঁও-জনপথ রোডে রাজউকের অভিযানে অবৈধভাবে পরিচালিত কাঁচা, আধা পাকা স্টেশনারি, ফার্নিচারের দোকান, খাবারের হোটেল, গ্লাসের দোকানসহ প্রায় ১শ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে উত্তরা মডেল টাউন কাঁচা বাজারের অবৈধ দোকানও রয়েছে।
Advertisement
সোমবার রাজধানীর উত্তরায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ নং সেক্টরের সোনারগাঁও-জনপথ রোডের ৫৯ নং প্লটের আংশিক অংশে পরিচালিত ‘ক্যাফে আমন্ত্রণ’ নামক একটি রেস্টুরেন্ট এবং ৫৯ নং প্লটের বাকি অংশ থেকে ৬১ নং প্লট পর্যন্ত উত্তরা মডেল টাউন কাঁচা বাজারের প্রায় ৭০-৮০টি অবৈধ দোকান উচ্ছেদ করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ৪৩, ৪৫, ৪৭, ৪৯, ও ৫৭ নং প্লটে অবৈধভাবে পরিচালিত প্রায় ২০টি কাঁচা ও আধা পাকা ফার্নিচারের দোকান, গ্লাসের দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ কার্যক্রমে রাজউক’র জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
এএস/এমআরএম/এমএস