দেশজুড়ে

সিলেটে ২ ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ

সিলেট নগরের পাঠানটুলায় ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে ধরে পুলিশে সোর্পদ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আটক ২ ছিনতাইকারীও নিজেদেরকে ছাত্রলীগ কাশ্মির গ্রুপের কর্মী বলে দাবি করেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পাঠানটুলা নর্থ ইস্ট পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন, আখলিয়া নেহারীপাড়ার বাসিন্দা জামাল আহমদের ছেলে মাছুম আহমদ (২৫) ও কালিবাড়ি এলাকার বাসিন্দা সাইদুর ইসলামের ছেলে রুবেল আহমদ (২৩)।জানা গেছে, নগরের পাঠানটুলার এডুকেশন হোম সেন্টারের চেয়ারম্যান ইফতেখার হোসেন রিপন সিএনজি অটোরিকশা যোগে বাসায় ফিরছিলেন। তিনি নর্থ ইস্ট পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের সামনে যাওয়া মাত্র ২টি মোটরসাইকেলে (সিলেট-হ-১১-২৫৬৭ ও সিলেট থ-১১-১০৭১) করে ৪ জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।তখন ওই এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য সাফায়াত ও শিপলুসহ কয়েকজন নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। রিপনের চিৎকার শুনে তারা এগিয়ে এসে মাছুম ও রুবেল নামের ২ ছিনতাইকারীকে আটক করেন। এসময় অপর দুই ছিনতাইকারী মোটরসাইকেল রেখে পালিয়ে যান।ছাত্রলীগ নেতা সাফায়াত জাগো নিউজকে জানান, আহত অবস্থায় রিপনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করা হয়।এদিকে, ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল ২টি জব্দ করেছে।এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জাগো নিউজকে জানান, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।ছামির মাহমুদ/এমজেড/এমএস

Advertisement