প্রকৃতির ডাক তো বলে কয়ে আসে না! গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হঠাৎ টয়লেট চেপেছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাট রেন শ'র। নিয়ম ভেঙে টয়লেটে যাওয়ায় পরে সময়মত তাকে ব্যাটিংয়ে নামতে দেয়া হয়নি। এবার ক্রিকেটে নয়, ফুটবলে ঘটল এমন আরেক ঘটনা।
Advertisement
শনিবার ইংল্যান্ডের জাতীয় লিগে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে লালকার্ড দেখেছেন এক গোলরক্ষক। স্যালফোর্ড সিটির গোলরক্ষক ম্যাক্স ক্রোমবে অবশ্য একটু অসভ্যতাই করে ফেলেছিলেন।
ম্যাচের ৮৭তম মিনিটে প্রস্রাবের বেগ চেপে রাখতে না পেরে গোলপোস্টের বাইরেই কাজ সেরে ফেলেন তিনি। ম্যাচ রেফারিদের দৃষ্টি এড়ায়নি বিষয়টি। সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তারা।
ব্র্যাডফোর্ড পার্কে হচ্ছিল ম্যাচটি। এরপর তাদের পক্ষ থেকে যে টুইটটি করা হয়, সেটা আরও মজার। ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ টুইট করে এই লিখে, 'আমরা নিশ্চিত করছি, ম্যাচের সময় মূত্রত্যাগ করায় ক্রোমবেকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। না, আমরা মজা করছি না।'
Advertisement
এমএমআর/জেআইএম