ক্যাম্পাস

আধিপত্য বিস্তারে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিনগত গভীর রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সজিব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

Advertisement

জানা গেছে, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কিছু ভাংচুর করে সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ শিক্ষার্র্থীরা।

আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাকে রাত ২টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষ এবং ক্যাম্পাসের কক্ষ ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আরিফ উর রহমান টগর/আরএস/জেআইএম