আলেসান্দ্রো সাবেলার মন জয় করতে পারনেনি, তাই ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে খেলা হয়নি কার্লোস তেভেজের। তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেরার্ডো মার্টিনো তেভজকে আবার দলে ফেরাতে চাইছেন। বুধবার মার্টিনো বলেছেন, ‘তেভেজকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাই আমি। তবে যদি প্রশ্ন করেন যে দলে তার অবস্থান কোথায় হবে, তাহলে আমার উত্তর একটাই-৯ নম্বর জার্সিতে খেলতে হবে তাকে। এ জন্য অবশ্যই সার্জিও অ্যাগুয়েরো ও গঞ্জালো হিগুয়েনের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে হবে তেভেজকে।’আগামী অক্টোবরে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই লক্ষ্যে আগামী সপ্তাহে দল ঘোষণা করবেন মার্টিনো। এর আগে তেভেজকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ। যদিও বিশ্বকাপ স্কোয়াডে তেভেজকে না রাখার বিষয়ে আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন মার্টিনো। বলেছেন, ‘সাবেলার সিদ্ধান্ত যৌক্তিক ছিল। কেননা, তার জায়গায় আমি থাকলেও অবশ্যই তেভেজ দলে সুযোগ পেত না। কারণ কোন কোচই নিশ্চয় ৯ নম্বর জার্সির দাবিদার ৪ ফুটবলারকে এক সঙ্গে দলে নিতে আগ্রহী হবেন না।’উল্লেখ্য, বর্তমানে ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে ক্লাব ফুটবল খেলছেন ৩০ বছর বয়সী তেভেজ। আর্জেন্টিনার জার্সিতে ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ৬৪ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৩টি। তবে ফর্মে না থাকার কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তেভেজ।
Advertisement