দেশজুড়ে

প্রতিদিন ৭০ কোটি টাকার মাদক গ্রহণ করছে মাদকাসক্তরা

বাংলাদেশে প্রতিদিন ৭০ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে মাদকাসক্তরা।  প্রতিদিন দেশের মোট জনসংখ্যার মধ্যে ৬০ লাখ মানুষ মাদক গ্রহণ করে থাকে। শুধু তাই না গড়ে ২৭ জন ব্যক্তির মধ্যে একজন মাদক গ্রহণ করে থাকে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব তথ্য দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।  প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিজিবি রাজশাহী ৩৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ, রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, র্যাব-৫ এর উপ-পরিচালক মেজর কামরুজ্জামান পাভেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমান। আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে মাদকবিরোধী পোস্টার বিতরণ, লিফলেট বিতরণ, রিকশা ও যানবাহনে স্টিকার সাঁটানো, মাদকবিরোধী মাইকিং করা হয়। এছাড়াও শিশুদের জন্য চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শাহরিয়ার অনতু/ এমএএস/পিআর

Advertisement