খেলাধুলা

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা সফরে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টেস্টে মুশফিক, ওয়ানডেতে মাশরাফি আর টি-টোয়েন্টিতে সাকিব দায়িত্ব নিলেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি দলটি। এমন অবস্থায় আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সাকিববাহিনী।

Advertisement

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। পচেফস্ট্রুম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের দেওয়া ১৯৬ রানের জবাবে ১৭৫ রান করে বাংলাদেশ। সফরে প্রথমবারের মত লড়াই করে ২০ রানে হারে সাকিবরা। এই হারের পর ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে চারজন পেসার খেলানোর যৌক্তিকতা কী? যেখানে ব্যাটিং উইকেট। প্রোটিয়া ব্যাটসম্যানরা পেসারদের ভালো খেলে, সেখানে কেন চার পেসার নিয়ে খেলার বিলাসিতা করতে হলো?

তাইতো দ্বিতীয় টি-টোয়েন্টিতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে লিটন কুমার দাস অথবা নাসির হোসেন সেরা একাদশে আসতে পারেন।

Advertisement

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন/তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

এমআর/এমএস