আন্তর্জাতিক

আলিপুর চিড়িয়াখানায় মালালা

পশ্চিমবঙ্গের কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ঠাঁই হচ্ছে মালালার। সঙ্গে আছে আর্যও। আজ (রোববার) থেকে এ চিড়িয়াখানায় থাকবে দুজন। অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে আনা হয়েছে তাদের।

Advertisement

মালালা ও আর্য দুজনই জাগুয়ার। বয়স তিন বছর। এদের মধ্যে মালালা মাদী আর আর্য পুরুষ। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাহসিনী কিশোরী মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরেই জন্ম হয় জাগুয়ারটির। তাই তার নাম রাখা হয়েছে মালালা।

শুধু মালালা-আর্য নয়, আজ আলিপুর চিড়িয়াখানায় ঢুকে পড়বে এক সিংহ দম্পতি এবং ছ’টি মাউস-ডিয়ার। এদের স্বাগত জানাতেই সাজ-সাজ রব চিড়িয়াখানার অন্দরে। জাগুয়ারের জন্য তৈরি হয়েছে নতুন ঘেরাটোপ।

চিড়িয়াখানার হেড কিপার সুভাষচন্দ্র দে জানান, গভীর রাতে রাজ্যে ঢুকে পড়েছে মালালারা। চিড়িয়াখানার কর্মী-পুলিশ পথ দেখিয়ে নিয়ে আসছেন তাদের। সব প্রস্তুতিও সম্পন্ন।

Advertisement

বিএ/এমএস