দেশজুড়ে

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক

জয়পুরহাট শহরের পুলিশ সুপারের কার্যালয় চত্বর এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা অভিযোগে রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

শনিবার রাতে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়। আটককৃত মুন বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে পুলিশ।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুনিরুল ইসলাম জানান, ঢাকার মতিঝিল শাখার উত্তরা ব্যাংকের সিনিয়র অফিসার মুন একজন মাদকাসক্ত ব্যক্তি। বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয়ও রয়েছে।

গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ আটক পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের এক নারী মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে ওই ব্যাংক কর্মকর্তা নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন। সন্দেহ হলে পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাদ করলে এক পর্যায়ে এই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

Advertisement

রাশেদুজ্জামান/বিএ/এমএস