আন্তর্জাতিক

সোমালিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ১৪

সোমালিয়ায় জোড়া বিস্ফোরণের ঘটনায় কমপক্ষ ১৪ জন নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুতে ওই ভয়াবহ হামলা চালানো হয়েছে। মাত্র দু’সপ্তাহ আগেই বোমা হামলার ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। খবর বিবিসি।

Advertisement

প্রথম বিস্ফোরণটি হয়েছে একটি হোটেলে। সেখানে জঙ্গিরা হোটেলে গাড়ি বোমা হামলা চালিয়েছে। আরো একটি হামলার ঘটনা ঘটেছে কাছাকাছি একটি প্রাক্তন পার্লামেন্ট ভবনে।

এই দুই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দু’টি হামলার জন্যই জঙ্গি সংগঠন আল শাবাবকে দায়ী করেছেন কর্মকর্তারা। কারণ দু’সপ্তাহ আগের ভয়াবহ হামলাটি জঙ্গি সংগঠনটিই চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোগাদিসুতে প্রদেশের কর্মকর্তারা এক বৈঠকে অংশ নিয়েছিলেন। তারা আল শাবাবের বিরেুদ্ধে যৌথ কৌশল প্রয়োগে একমত হয়েছিলেন যা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মকর্তাদের ওই বৈঠককে কেন্দ্র করেই ওই হামলা চালানো হয়েছে।

Advertisement

ওই হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে ১৪ অক্টোবর চালানো হামলার ঘটনায় কমপক্ষে ৩৫৮ জন নিহত হয়। ওই হামলার পর থেকে ৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

টিটিএন/এমএস