দেশজুড়ে

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামে আরিফা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওসমান গনি। এ সময় মেয়ের বাবাকে জরিমানাও করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিয়ে বন্ধ করা হয়।

Advertisement

আরিফা খাতুন হাটফাজিলপুর লায়ন আমিনুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও হাটফাজিলপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওসমান গনি জানান, শনিবার সন্ধ্যায় গোপনে সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়েটি বন্ধ করা হয়। আরিফা পড়ালেখা করতে চায় বলে জানিয়েছে। বাল্য বিয়ে আয়োজনের অপরাধে মেয়ের বাবাকে জরিমানা করা হয় এবং পরবর্তীতে যেন গোপনে বিয়ে দিতে না পারে সেজন্য অঙ্গীকার নামায় স্বাক্ষর করানো হয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম

Advertisement