ফেনীর মহিপালে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
Advertisement
এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউজে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের উপর হামলার ঘটনা ঘটে।
হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ ক্যামেরাম্যান তাপস আহত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার মিরসরাইয়ে হামলার ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘মিরসরাই হয়ে চট্টগ্রামে যাওয়ার পথে মিরসরাই এলাকায় হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন।’
Advertisement
এর আগে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোড পার হয়ে ফেনী পর্যন্ত খালেদা জিয়ার গাড়ি বহর কয়েক দফা হামলার মুখে পড়ে। এতে গণমাধ্যমকর্মী ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় টেলিভিশনের ক্যামেরা ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
গাড়িবহরে হামলার ঘটনায় খালেদা জিয়ার নিন্দা
গাড়িবহরে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার বরাত দিয়ে শিমুল বিশ্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Advertisement
ম্যাডাম আমাদের নির্দেশ দিয়েছেন যেসব সাংবাদিক হামলায় আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে এবং খোঁজখবর নিতে, যোগ করেন খালেদার এই বিশেষ সহকারী।
এমএম/এসএইচএস/জেআইএম