গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ফরিদপুর উপঅঞ্চল শুক্রবার সকালে এ কর্মসূচি পালন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে `আসুন আমরা মাদক মুক্ত জীবন, সমাজ ও সত্ত্বার বিকাশ নিশ্চিত করি` শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. কবির উদ্দিন, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী তারিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।এস এম হুমাযূন কবীর/এমজেড/এমএস
Advertisement