দক্ষিণ-পূর্ব এশিয়ার বহুল দ্বীপ নিয়ে গঠিত ২৯৯৭৬৪ বর্গ কিলোমিটার আয়তনের এক দেশ ফিলিপাইন। ৬ষ্ঠ শতাব্দীতে বাণিজ্য উপলক্ষ্যে আরব দেশগুলোর আগমনের মধ্যদিয়ে ফিলিপাইনে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়। বর্তমানে ফিলিপাইনের মোট জনসংখ্যা ১০ শতাংশ মুসলমান। তাদের প্রচারাভিযান পরিচালনায় রয়েছে প্রায় ২৫০০ মসজিদ।ফিলিপাইনের প্রধান মুফতি শেখ আব্দুল ওয়াহেদ বলেন, ‘ফিলিপাইনের মোট জনসংখ্যার ১০ শতাংশ মুসলিম অধিবাসী রয়েছে। তাদের জন্য নির্মিত হয়েছে ২৫০০ মসজিদ। যে মসজিদগুলো থেকে মুসলমানদের প্রচার-প্রসার ও ইসলামি সংস্কৃতি সব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
Advertisement
ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো হলো- মিন্দানাও, পালাউন ও মেরাত। নবম শতাব্দীতে ফিলিপাইনে সর্ব প্রথম ‘সাল দ্বীপে’ মসজিদ নির্মাণ করা হয়।পরবর্তীতে ধীরে ধীরে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো নির্মিত হয় আড়াই হাজার মসজিদ এবং ১২০টি স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান। যেগুলো মুসলমানদের উন্নয়নে এবং ইসলামের প্রচার ও প্রসারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, ফিলিপাইনে ৭ হাজর ১০৭টি দ্বীপ রয়েছে। এ সব দ্বীপগুলোর মধ্যে অনেক দ্বীপই মুসলিম অধ্যুষিত।
এমএমএস/আরআইপি
Advertisement