জোকস

আজকের কৌতুক : ভাত খেলে বুদ্ধি হবে

কৌতুক- এক : ভাত খেলে বুদ্ধি হবেরেলগাড়ির কামরায় উঠল এক বাংলাদেশি। তার সঙ্গে বিশাল বোঝা। বোঝাটা ওঠানোর দরকার ওপরের তাকে। কিন্তু তার গায়ে জোর কম, সে কিছুতেই নিজের তাকের ওপর বোঝাটা তুলতে পারছে না। এগিয়ে এলো এক পাকিস্তানি। বোঝাটা এক ঝটকায় তুলে দিল তাকের ওপর। তারপর বাংলাদেশিকে বলল, ‘রুটি খাও, গায়ে জোর হবে।’

Advertisement

বাংলাদেশি কিছুক্ষণ পর রেলগাড়ির চেইন টানার চেষ্টা করতে লাগল। কিন্তু তার ভাবখানা এমন, কিছুতেই সে চেইন টেনে জুত করতে পারছে না। তার সাহায্যে এগিয়ে এল পাকিস্তানিটি। চলন্ত ট্রেনের চেইনটা টেনে দিল সে এবং আবারও বলল, ‘রুটি খাও, গায়ে বল হবে।’

ততক্ষণে রেলপুলিশ এসে হাজির। ‘কে চেইন টেনেছে? দাও, ২০০ টাকা জরিমানা।’ বেচারা পাকিস্তানি অর্থদণ্ড দিতে বাধ্য হলো। তখন বাংলাদেশি বলল, ‘ভাত খাও, বুদ্ধি হবে।’

> আরও পড়ুন- আজকের কৌতুক : কেন ব্রেকআপ হয়েছে? 

Advertisement

****

কৌতুক- দুই : অতিথি আপ্যায়নের খুঁটিনাটিহোটেলে নতুন চাকরি পেয়েছে এক রিসিপশনিস্ট। প্রথম দিনে তার বস তাকে বুঝিয়ে দিচ্ছিলেন অতিথি আপ্যায়নের খুঁটিনাটি বিষয়-বস : শোনো, নতুন কোনো অতিথি এলেই তাদের আপন করে নেবার চেষ্টা করবে। যেমন- তোমার ডেস্কে এলেই তাদের নাম ধরে শুভেচ্ছা জানাবে।রিসিপশনিস্ট : কিন্তু স্যার, নতুন অতিথির নাম জানবো কী করে?বস : খুব সোজা, তাদের সুটকেসের গায়েই দেখবে তাদের নাম লেখা আছে।

প্রয়োজনীয় বিষয়গুলো বুঝে নিয়ে প্রথম ডেস্কে বসলো রিসিপশনিস্ট। কিছুক্ষণ পর এক দম্পতি এসে ঢুকলো। রিসিপশনিস্টের কাছে আসতেই সে বিগলিত হাসি হেসে বলে উঠলো- রিসিপশনিস্ট : স্বাগতম মিস্টার অ্যান্ড মিসেস জেনুইন লেদার।

> আরও পড়ুন- আজকের কৌতুক : মেয়েটিকে বিয়ে করবি না কেন 

Advertisement

****

কৌতুক- তিন : বাসার কলিং বেল নষ্টএক বাড়িওয়ালা মফিজকে ফোন করে বললেন তার বাসার কলিং বেলটা নষ্ট। মফিজ যেন জরুরি ভিত্তিতে এসে সেটা ঠিক করে দেন।

একদিন যায়, দু’দিন যায়। পুরো চার দিন পেরিয়ে যাওয়ার পরও মফিজের কোন নামগন্ধ না পেয়ে বাড়িওয়ালা এবার রেগেমেগে মফিজকে আবার ফোন করলেন-বাড়িওয়ালা : আপনাকে না চার দিন আগে বলেছি, বাসার কলিং বেলটা নষ্ট। আপনার তো দেখাই পাচ্ছি না।মফিজ : কী যে বলেন। আমি গিয়েছিলাম ঠিকই। কিন্তু অনেকক্ষণ বাসার বেল চেপে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে শেষে ফিরে এসেছি।

এসইউ/আরআইপি