খেলাধুলা

বিপিএলের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচের মধ্য দিয়ে আগামী ৪ নভেম্বর থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। এ আসরের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

Advertisement

এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়।

ঢাকায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপন করা হবে টিকিট বিক্রয় কেন্দ্র।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে ও এমএম আজিজ স্টেডিয়ামের নিকটে টিকিট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।

Advertisement

এছাড়া অনলাইনে সহজ ডট কম (www.shohoz.com) ও গ্যাজেট বাংলা ডট কম (www.gadgetbangla.com) টিকিট বিক্রি করবে।

শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকাঃ

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা২। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) – ৫০০ টাকা৩। ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা৪। নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা৫। সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা৬। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকাঃ

Advertisement

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা২। ক্লাব হাউজ- ৫০০ টাকা৩। গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা৪। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা৫। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকাঃ

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা২। ক্লাব হাউজ- ৫০০ টাকা৩। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা৪। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

এমআর/আরআইপি