তথ্যপ্রযুক্তি

ভুল মেসেজ মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’ নামে নতুন একটি ফিচার এনেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। বেশ কয়েকটি ধাপে ফিচারটি ছাড়া হবে। ইতোমধ্যে কয়েকটি অ্যাকাউন্টে ফিচারটি দেওয়া হয়েছে।

Advertisement

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক সময় ভুলবশত মেসেজ পাঠিয়ে দেন। সে ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হয়। সেই অস্বস্তিতে যাতে আর পড়তে না হয়, তার জন্যই এই ফিচার আনা হয়েছে বলে জানিয়েছে হোয়াট্সঅ্যাপ।

ফিচারটির অর্থ হল, ভুল মেসেজ পাঠিয়ে ফেললে সেটা মুছে ফেলা। তবে এটা তখনই সম্ভব হবে, যদি সেই গ্রাহক মেসেজ ‘রিড’ না করেন। মেসেজটা পড়ে ফেলার আগে ডিলিট করে দিতে পারলে সেই গ্রাহক যখন মেসেজটা পাবেন, মেসেজ বক্সে দেখাবে ‘দিস মেসেজ ইজ ডিলিটেড’। তবে ৭ মিনিটের মধ্যেই মেসেজটা ডিলিট করতে হবে। না হলে সেটা ‘রিকল’ হবে না।

নতুন এই ফিচারটি টেক্সট, পিকচার, জিফ, ভিডিও, কনট্যাক্ট- সব রকম মেসেজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে ‘ব্রডকাস্ট মেসেজ’ ও ‘কোটেড টেক্সট’-এর ক্ষেত্রে এই ফিচার কাজ করবে না।

Advertisement

এআরএস/আরআইপি