তিন বছরের এক শিশু খুনের ব্যাপারে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মণিকা গান্ধীকে তদন্তে নামার অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। চলতি মাসের শুরুর দিকে তিন বছর বয়সী ভারতীয় মেয়ে শেরিন মেথিউস যুক্তরাষ্ট্রে খুন হন।
Advertisement
শুক্রবার বিকেলে এক টুইটে সুষমা স্বরাজ লেখেন, ‘যুক্তরাষ্ট্রে শিশু সরস্বতী শেরিন মেথিউস তার পালিত বাবা ওয়েসলে মেথিউসের হাতে নির্মমভাবে খুনের ব্যাপারে নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মণিকা গান্ধীজী কে তদন্ত শুরুর কথা বলেছি।’
গত ৭ অক্টোবর শেরিন মেথিউসের মরদেহ রাস্তার একটি কালভার্টের নিচে পাওয়া যায়। ভারতের অ্যাক্টিভিস্টদের দাবি, যতো দ্রুত সম্ভব রাষ্ট্রীয়ভাবে এ ব্যাপারে যোগাযোগ করা দরকার। তাছাড়া বিষয়টি অন্যদিকে ঘুরে যেতে পারে।
১৪ জুলাই ২০১৪ সালে জন্ম হয় শেরিন মেথিউসের। নালন্দা মাদার তেরেসা সেবা আশ্রমে ছিল সে। সেখান থেকেই তাকে দত্তক নিয়েছিলেন ওয়েসলে মেথিউস।
Advertisement
জন্মগতভাবে তিনি কাতারের নাগরিক। আর তার স্ত্রী সিনি ম্যাথিউস সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেন। তবে তারা দু’জনেই যুক্তরাষ্ট্রের নাগরিক।
সূত্র : এনডিটিভি
কেএ/আইআই
Advertisement