রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে সিজারের সময় ধারালো ব্লেডের আঘাতে এক নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এনিয়ে সেখানে বিক্ষোভ করেছেন ওই নবজাতকের স্বজনরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে অস্ত্রপচারকারী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
ওই নবজাতকের বাবা খালেদ হাসান নগরীর তালাইমারী এলাকার বাসিন্দা। তিনি জানান, স্ত্রী তামান্না ইয়াসমিনকে সকালে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরীক্ষা-নিরিক্ষার পরে চিকিৎসক শায়লা আক্তার বাবলী দ্রুত সিজারিয়ানের পরামর্শ দেন। দুপুরে ওই চিকিৎসক নিজেই সিজার করেন।
সিজার শেষে তিনি জানান, নবজাতকের অবস্থা গুরুতর। পরে দ্রুত নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন তিনি। সেখানে নেয়ার পর চিকিৎসক নবজাতকে মৃত ঘোষণা করেন।
খালেদ হাসান অভিযোগ করেন, নবজাতকের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেখান দিয়ে রক্ত ঝরছিলো। তাদের ধারণা, এ আঘাত সিজার চলাকালে ধারালো ব্লেডের। এতেই মৃত্যু হয়েছে নবজাতকের। এনিয়ে আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
Advertisement
তবে এ অভিযোগ অস্বীকার করে চিকিৎসক শায়লা আক্তার বাবলী জানান, সিজারিয়ানে কোনো ত্রুটি ছিলোনা। তখন কোনো আঘাতও লাগেনি। তবে প্রসূতির পেটে পানি না থাকায় ওই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক ছিলো। পরে তাকে রামেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
একই ভাষ্য ইসলামী ব্যাংক হাসপাতালের সুরারিনটেনডেন্ট ডা. মাসুদ আলীরও। তিনি দাবি করেন, এ অভিযোগ ভিত্তিহীন। তারপরও তারা ওই প্রসূতির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের কথা জানিয়েছেন।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই শান্ত হয়ে যায় পরিস্থিতি। এ নিয়ে কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান ওসি।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস/আইআই
Advertisement