খেলাধুলা

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান

দিনের শেষটা শুরুর মতো হলো না। মেহেদী হাসান মিরাজ নিজের প্রথম ওভারেই হাশিম আমলাকে যেভাবে বোল্ড করেছিলেন, তাতে মনে হয়েছিল দিনটা বাংলাদেশেরই হতে যাচ্ছে। কিন্তু সব আশার গুড়ে বালি। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

Advertisement

শুরুতে মিরাজ যে ধাক্কা দিয়েছিলেন, সেটা সামলে নেন অপর ওপেনার কুইন্টন ডি কক আর এবি ডি ভিলিয়ার্স। দু’জন মিলে গড়েন ৭৯ রানের জুটি। ২৭ বলে ৪৯ রান করে আউট হন ডি ভিলিয়ার্স। তাকে সাজঘরে ফেরান সেই মিরাজই।

৪৪ বল খেলে ৫৯ রান করেন কুইন্টন ডি কক। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে। তাকে ফেরান পেসার রুবেল হোসেন। অধিনায়ক জে পি ডুমিনি করেন ১০ বলে ১৩ রান। তাকে আউট করেন সাকিব আল হাসান।

১৫তম ওভারের শেষ বলে ১৩৩ রানে ৪ উইকেট পড়ার পর, বাকি ৫ ওভারে ৬২ রান তোলেন ফারহান বেহার্ডিয়েন এবং ডেভিড মিলার। ১৯ বলে মিলার ২৫ এবং ১৭ বলে বেহার্ডিয়েন করেন ৩৬ রান। মিরাজ ২টি, সাকিব এবং রুবেল নেন ১টি করে উইকেট।

Advertisement

আইএইচএস/বিএ