অস্ট্রেলিয়ার সিডনিতে ‘স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির কস্তুরী রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে এ সেমিনার আয়োজিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ খোকন ও উপস্থাপনায় ছিলেন নাছিম সামাদ।
Advertisement
অনুষ্ঠানে হেলথের একটি ভিডিও প্রদর্শন করা হয়। শিশু জন্মের পর আমাদের ধর্মীয় ও সামাজিক বিশ্বাসগুলো কী, এর বিস্তারিত দেখানো হয় ভিডিওতে। এছাড়া চারটি কালচারের বাংলাদেশি, নেপালী, ভিয়েতনামী ও চাইনিজ ওপর ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
বাংলাদেশিরা ধর্মীয় ও সামাজিক বিশ্বাসে কি কি কাজ করে থাকে সি বিষয়ে বিস্তারিত জানানো হয়। ‘উইমেন হেলথ’ নিয়ে আলোচনা করেন এন এস ডব্লিউ মাল্টিকালচার হেলথের ম্যানেজার লিসা উডল্যান্ড ও ক্রিস গেলেন্ট।
অনুষ্ঠান শেষে নৈশ্যভোজের মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়েছে।
Advertisement
এমআরএম/জেআইএম