খেলাধুলা

এবারও বিপিএল মিস করবেন মোস্তাফিজ!

কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরটি খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। এবারও বোধ হয় একই পরিণতি দেখতে হবে তার। গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরা এই গতিতারকা সম্ভবত এবার একটি ম্যাচও খেলতে পারবেন না বিপিএলে।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডের আগে প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ গোড়ালিতে আঘাত পান মোস্তাফিজ। এর ফলে ওয়ানডে সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি বাংলাদেশী কাটার মাস্টার।

বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, মোস্তাফিজের চোটটা 'গ্রেড টু স্ট্রেইন' ধরণের। এই ধরণের চোট থেকে সেরে উঠতে সাধারণত তিন সপ্তাহের মত লাগে।

আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের পঞ্চম আসরটি। তিন সপ্তাহ বা তার বেশি মাঠে থাকতে হলে স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে খেলা হবে না মোস্তাফিজের। এই মৌসুমে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে রাজশাহী কিংস।

Advertisement

এমএমআর/জেআইএম