এই তো গত মাসেই ভুটান মাতিয়ে এসেছে অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে জাফর ইকবালরা। এবার যুব ফুটবলারদের মিশন তাজিকিস্তান। টুর্নামেন্টের নাম এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এবার পরীক্ষা এশিয়া পর্যায়ে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে উজবেকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা ও স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে। ৩১ অক্টোবর স্বাগতিকদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে যুব ফুটবলাদের মিশন তাজিকিস্তান।
Advertisement
এ টুর্নামেন্টে খেলতে শুক্রবার সকাল বেলা ১১.৩৫ মিনিটে তাজিকিস্তান রওয়ানা হবে ৩১ সদস্যের বাংলাদেশ দল। ২৩ খেলোয়াড়ের সঙ্গে যাচ্ছে ৮ অফিসিয়াল। প্রধান কোচ মাহবুব হোসেন রক্সির সঙ্গে আছেন টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে অ্যান্ড্রু ওর্ড, গোলরক্ষক কোচ জন ডেভিড হুইটালসহ আরো চারজন।
তাজিকিস্তান যাওয়ার আগে বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মাহবুব হোসেন রক্সি ভাল খেলার মাধ্যমে পরের রাউন্ডে ওঠার প্রত্যাশার কথা বলেছেন ‘দলে অনেক উদীয়মান খেলোয়াড় আছে। আমরা ভাল ফুটবল খেলার লক্ষ্য নিয়েই তাজিকিস্তান যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে পরের রাউন্ডে কোয়ালিফাই করা।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং দলের গোল রক্ষক পাপ্পু হোসেন।
Advertisement
আরআই/আইএইচএস/আইআই