ব্যবসায়ীকে জিম্মি করে ১৭ লাখ টাকা আদায়ের ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় কক্সবাজার ডিবি পুলিশের সাত সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার রাতেই পুলিশের ওই সাত সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন ঘটনার শিকার ব্যবসায়ী আবদুল গফুর।
Advertisement
মামলা দায়েরের পর ডিবির সাত সদস্যকে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে জামিনের আবেদন জানান। অতিরিক্ত চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপরই বিশেষ ব্যবস্থায় তাদের কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। দুপুর দেড়টার দিকে তাদের বহন করা গাড়িটি কারাগারে পৌঁছে বলে জানান জেলা কারাগারের জেলার শাহাদত হোসেন।
আটক ডিবি পুলিশের সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার নুরুল ইসলামের ছেলে এসআই মনিরুজ্জামান (৩৫), কুমিল্লার বুড়িচং এলাকার আবুল কাশেমের ছেলে এসআই আবুল কালাম আজাদ (৩৯), ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার আবদুল মালেকের ছেলে এএসআই গোলাম মোস্তফা (৩৬), লক্ষ্মীপুরের রামগতি এলাকার আবুল খায়েরের ছেলে এএসআই ফিরোজ আহমদ (৩৪), কুমিল্লার বুড়িচং এলাকার আনোয়ার হোসেনের ছেলে এএসআই আলা উদ্দিন (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সিমড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে কনস্টেবল (কনং-১৪৪৫) মোস্তফা আজল (৫২) ও চাঁদপুরের মতলব মান্দারতলীর আশরাফ সরকারের ছেলে কনস্টেবল (কনং-৯০২) মো. আল আমিন (২৬)।
Advertisement
বুধবার ভোররাতে টেকনাফের কম্বল ব্যবসায়ী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকাভুক্ত আবদুল গফুরকে জিম্মি থেকে মুক্তি দেয়ার বিনিময়ে পাওয়া ১৭ লাখ টাকাসহ ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক হন ডিবির ওই সাত সদস্য। টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক থেকে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করা হয়।
সেনাবাহিনীর তল্লাশির সময় জিম্মি করে টাকা আদায়কারীদের মাঝে এসআই মনিরুজ্জামান গাড়ির গ্লাস ভেঙে পালিয়ে যান। সেনা সদস্যরা গাড়িতে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ বাকিদের আটক করেন। সবাইকে সাময়িক বরখাস্ত করার পর পলাতক মনিরুজ্জামান রাতে অফিসে হাজির হন।
এদিকে এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, এএসপি (ডিএসবি) আবদুস সহিদ, চকরিয়া-পেকুয়া সার্কেলের এএসপি কাজী মো. মতিউল ইসলাম ও টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গুটি কয়েক পুলিশ সদস্যের অপকর্মের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে। টেকনাফে সেনাবাহিনীর হাতে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ায় তাদের কক্সবাজারে কারাগারে পাঠানো হয়। গঠিত তদন্ত কমিটি ঘটনার বিস্তারিত তুলে আনতে কাজ করছে বলেও তিনি জানান।
Advertisement
এদিকে টেকনাফে রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রম পরিচালনায় স্থাপিত সেনাবাহিনীর ক্যাম্পের প্রধান মেজর নাজিম আহমদ ডিবির সাত সদস্যকে আটকের বর্ণনা দিয়ে বলেন, টেকনাফের মধ্যজালিয়া পাড়ার মৃত হোসেন আহমদের ছেলে আবদুল গফুরেরর স্বজনরা অভিযোগ করেছিলেন- মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহর থেকে কিছু লোক গফুরকে ধরে নিয়ে কোটি টাকা দাবি করেছে। পরে দেন দরবারে ১৭ লাখ টাকায় এসে তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে তারা। বুধবার ভোরে ১৭ লাখ টাকার বিনিময়ে গফুরকে একটি মাইক্রবাসে করে টেকনাফে নিয়ে ছেড়ে দেয়া হয়।
মাইক্রোবাসটি মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারে চলে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভের সেনা চেকপোস্টে মাইক্রোবাসটি থামানো হয়। সেনাবাহিনী মাইক্রোবাসটি তল্লাশি করতে চাইলে যাত্রীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সেনা সদস্যরা গাড়ি তল্লাশি করতে চাইলে এক ব্যক্তি গাড়ির গ্লাস ভেঙেপালিয়ে যান। পরে গাড়ি তল্লাশি করে হলুদ রংয়ের কাপড়ের প্যাকেট থেকে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, খবর দেয়ার পর কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ক্যাম্পে এসে আটকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে যান।
আবদুল গফুরের ভাই টেকনাফ পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, আমরা সমাজকর্মী ও ভোটের রাজনীতি করি বলে সব ভাইদের নাম ইয়াবা ব্যবসায়ীর তালিকায় রয়েছে। এটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। কারণ, কেউ আমার নাম ইয়াবা ব্যবসায়ীর তালিকায় দিলেই আমি ইয়াবা ব্যবসায়ী হয়ে যাব এমনটি হতে পারে না। আমার এবং অন্যান্য ভাইদের ব্যাপারে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে পারে।
তিনি বলেন, আমার ভাই গফুরকে যখন পুলিশ ধরে ফোন করে তখন আমি তাদের বলেছিলাম তার বিরুদ্ধে কোথাও অভিযোগ থাকলে থানায় চালান দিয়ে কারাগারে পাঠানো হোক। কিন্তু তারা সেটা না করে তাকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে আমাদের শুনিয়ে ব্যাপক নির্যাতন করেছে। সেনাবাহিনী এগিয়ে না আসলে হয়তো ভাইয়ের মরদেহ নিয়ে আজকে জানাজার মাঠে থাকতে হতো।
সায়ীদ আলমগীর/আরএআর/আইআই