ধর্ম

জ্ঞান অর্জন মানুষের সর্বোত্তম কাজ

জ্ঞান অর্জনের জন্য কোনো সুনির্দিষ্ট বয়স কিংবা নেই কোনো সময়ের পরিসীমা। সব বয়স ও সময়ে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ। তাই কপট লোকের কাছ থেকে হলেও জ্ঞান আরোহন করা জরুরি। এ জ্ঞান আরোহনের সর্বোত্তম মাধ্যম হলো কুরআন এবং হাদিস।

Advertisement

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর তরফ থেকে ঐশী গ্রন্থ কুরআন লাভ করেছেন। আর তিনি ঘোষণা দিয়েছেন, ‘আমি তোমাদের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি।’

ইসলামি সভ্যতার সমৃদ্ধি ও মুসলমানদের জ্ঞানের বিকাশের উৎস-ই হলো ঐশী গ্রন্থ কুরআন এবং প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। এ কারণেই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্ঞান-অর্জনকে ফরজ হিসেবে আখ্যায়িত করেছেন।

জ্ঞানার্জনের গুরুত্ব সম্পর্কে হজরত আলি রাদিয়াল্লাহু আনহু অনেক নসিহত পেশ করেছেন। তিনি বলেছেন, ‘বুদ্ধিমত্তার (জ্ঞানের) চেয়ে মূল্যবান সম্পদ আর নেই এবং মুর্খতার চেয়ে বড় দারিদ্রতা আর নেই। ভদ্রতার চেয়ে বড় উত্তরাধিকার আর নেই এবং পরামর্শের চেয়ে বড় সাহায্যকারী আর নেই।’

Advertisement

একারণেই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আলি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করে বলেছেন, ‘আমি ইলম বা জ্ঞানের শহর। আর আলি হলো সেই শহরের দরজা।’ তাইতো জ্ঞানার্জন সম্পর্কে হজরত আলি রাদিয়াল্লাহু আনহু অনেক উচু মানের নসিহত পেশ করেছন।

দুনিয়ার সব জ্ঞানের উৎস যেহেতু কুরআন এবং সুন্নাহ। তাইতো হজরত আলি রাদিয়াল্লাহু আনহু এ কথা ভিত্তিতে বলেন, ‘প্রতিটি মানুষের মর্যাদা নির্ভর করছে তার জ্ঞানের পরিমান বা পরিধির ওপর।’

প্রিয়নবি বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক সম্মানিত ব্যক্তি সেই; যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে।’ আর কুরআন সুন্নাহর জ্ঞান অর্জনকারী ব্যক্তিই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। এ হাদিসেও জ্ঞান অর্জন গুরুত্ব ফুটে ওঠেছে।

পরিশেষে...দুনিয়ার সর্ব শ্রেষ্ঠ সম্পদ হলো জ্ঞান। জ্ঞান অর্জন হজরত আলি রাদিয়াল্লাহু আনহুর এ নসিহতটি অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ‘জ্ঞান হলো ধন-সম্পদের চেয়ে উত্তম। কারণ জ্ঞান হলো তোমার পাহারাদার, আর তোমার উচিত মালের পাহারাদার হওয়া। মাল থেকে দান করার ফলে মালামাল হ্রাস পায় কিন্তু জ্ঞান দান করার ফলে জ্ঞান আরো বৃদ্ধি পায়। তাই যে সম্মান বা মর্যাদা মালের মাধ্যমে অর্জিত হয়েছে,মাল চলে গেলে সেই সম্মান ও মর্যাদাও হারিয়ে যাবে।’

Advertisement

কুরআন সুন্নাহর আলোকে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো জ্ঞান। এ জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়। পরকালে নাজাতের অন্যতম মাধ্যমও কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন অতঃপর সে জ্ঞান অনুযায়ী আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর