খেলাধুলা

পরিসংখ্যানের আলোয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খুব বাজেভাবে হারের পর এবার শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্লুমফন্টেইনের মাঙ্গাউঙ্গ ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে জেনে নেয়া যাক বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি রেকর্ড। শুধু তাই নয়, দুই দল একে অপরের মুখোমুখিতে কী অবস্থানে রয়েছে সেটাও জেনে নেয়া যেতে পারে।

Advertisement

টি-টোয়েন্টিতে বাংলাদেশদলীয় সর্বোচ্চ : ১৯০/৫, আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০১২ সালে, বেলফাস্ট (জয় ৭১ রানে)দলীয় সর্বনিম্ন : ৭০/১০, নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৬ সালে, ইডেন গার্ডেন, কলকাতা, (হার ৫৭ রানে)সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস : ১০৩*, তামিম ইকবাল, ওমানের বিপক্ষে, ২০১৬ সালে, ধর্মশালাসর্বোচ্চ রান : ১২০৮, সাকিব আল হাসান, ৫৯ ম্যাচ, গড় ২৩.৬৮ সেরা বোলিং : ইলিয়াস সানি, ৫/১৩, আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০১২ সালে, বেলফাস্টসর্বোচ্চ উইকেট : ৭০টি, সাকিব আল হাসান, ৫৯ ম্যাচ। ইকনোমি রেট : ৬.৮১

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাদলীয় সর্বোচ্চ : ২৪১/৬, ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৯ সালে, সেঞ্চুরিয়ন, বেলফাস্ট (জয় ৮৪ রানে)দলীয় সর্বনিম্ন : ১০০/১০, পাকিস্তানের বিপক্ষে, ২০১৩ সালে, সেঞ্চুরিয়ন, (হার ৯৪ রানে)সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস : ১১৯, ফ্যাফ ডু প্লেসিস, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৫ সালে, জোহানেসবার্গসর্বোচ্চ রান : ১৬৮৩, জেপি ডুমিনি, ৭১ ম্যাচ, গড় ৩৮.২৫ সেরা বোলিং : ম্যাক্লারেন, ৫/১৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১০ সালে, অ্যান্টিগাসর্বোচ্চ উইকেট : ৫৮টি, ডেল স্টেইন, ৪২ ম্যাচ। ইকনোমি রেট : ৬.৭২

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

Advertisement

মোট ম্যাচ : ৪টি। দক্ষিণ আফ্রিকার জয় : ৪টিতে। বাংলাদেশের জয় : নেই

দলীয় সর্বোচ্চবাংলাদেশ : ১৪৪/১০, কেপটাউন, ২০০৭দক্ষিণ আফ্রিকা : ১৬৯/৪, ঢাকা, ২০১৫

সর্বনিম্ন স্কোরবাংলাদেশ : ৯৬/১০, ঢাকা, ২০১৫দক্ষিণ আফ্রিকা : ১১৮/৭, জোহানেসবার্গ, ২০০৮

ব্যক্তিগত সর্বোচ্চ বাংলাদেশ : সৌম্য সরকার, ৩৭, ২১ বল, ঢাকা, ২০১৫দক্ষিণ আফ্রিকা : ডু প্লেসিস, ৭৯*, ৬১ বল, ঢাকা, ২০১৫

Advertisement

সর্বমোট রানবাংলাদেশ : সাকিব আল হাসান, ৫৭, ৪ ম্যাচদক্ষিণ আফ্রিকা: ডু প্লেসিস, ৯৫, ২ ম্যাচ

সেরা বোলিংবাংলাদেশ : আবদুর রাজ্জাক, ৪/১৬, ৩ ওভার, জোহানেসবার্গ, ২০০৮দক্ষিণ আফ্রিকা : এডি লিয়ে : ৩/১৬, ৩ ওভার, ঢাকা, ২০১৫

সর্বোচ্চ উইকেট বাংলাদেশ : আবুদর রাজ্জাক, ৬টি, ২ ম্যাচ, ৭ ওভারদক্ষিণ আফ্রিকা : কাইল অ্যাবোট, ৪টি, ২ ম্যাচ, ৫.২ ওভার

আইএইচএস/এমএস