লাইফস্টাইল

রোজায় মুখের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। এটি সবার জন্যই একটি বড় সমস্যা। ভোররাতে দাঁত ব্রাশ করে ও মাউথ ওয়াশ ব্যবহার করেও মুখের গন্ধ দূর হয় না। মুখে এমন দুর্গন্ধ নিয়ে সবার সঙ্গে মেশাটাও মুশকিল। কী করবেন? জেনে নিন  মুখের দুর্গন্ধকে সুগন্ধে বদলে ফেলার কৌশল-

Advertisement

১. এলাচ, লবঙ্গ বা দারুচিনি- কোনটা আপনার পছন্দ? সেহরি খাওয়ার পরে এর যে কোনটা মুখে নিয়ে কিছুক্ষণ চিবাতে থাকুন।

২. দেখবেন কিছুক্ষণ পর মুখের দুর্গন্ধ একেবারেই গায়েব হয়ে যাবে।

৩. এই মসলাগুলোতে থাকে এসেনশিয়াল ওয়েল, যা প্রাকৃতিক ভাবেই আপনার মুখে সুগন্ধের সৃষ্টি করে।

Advertisement

এইচএন/পিআর