বিনোদন

চলচ্চিত্র অভিনেত্রী রানু দাশ আর নেই

‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্রতিঘাত’, ‘খোঁজ খবর’, ‘সোনার সংসার’সহ প্রায় দুই শতাধিক চলচ্চিত্রের অভিনেত্রী রানু দাশ। দীর্ঘদিন কিডনী রোগের জটিলতায় ভুগে গেল মঙ্গলবার রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।বুধবার গ্রামের বাড়ি যশোরে রানু দাশের মৃত্যদেহ সৎকার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দশ লাখ টাকার আর্থিক সহযোগিতা পেয়েছেন চলচ্চিত্র, টিভি ও মঞ্চ অভিনয় শিল্পী রানু দাশ। গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সহযোগী তার হাতে ১০ লাখ টাকার প্রাইজবন্ড তুলে দেন।সেসময় রানু দাশ গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। আমি পেয়েছি মাত্র ১০ লাখ টাকা। তাও আবার প্রাইজবন্ডের মাধ্যমে। যেখান থেকে প্রতি মাস আমি মাত্র ৯ হাজার টাকা পাবো। আমার দুটো কিডনিতেই যে সমস্যা তাতে একটি কিডনির সমাধান করতে হলে এককালীন ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা খরচ করার সামর্থ তো আমার নেই। তাই সরকারের এই সাহায্য তেমন কোনো কাজে আসবে না আমার।’তবে চলচ্চিত্রকে ঘিরে ব্যাঙের ছাতার মতো বহু সংগঠন গজিয়ে উঠলেও, রানু দাশের পাশে দাঁড়াননি কেউ। এমনকি, তার মৃত্যুতে ওইসব সংগঠনের পক্ষ থেকে কোনো শোক প্রকাশ করা হয়েছে বলেও খবর পাওয়া যায়নি। তবে রানু দাশের মৃত্যুতে চলচ্চিত্রের অনেক প্রবীন শিল্পী ও সাংবাদিকগণ জাগো নিউজের  কাছে ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন।এলএ

Advertisement